ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গবেষণালব্ধ জ্ঞান দেশের কাজে লাগাতে গবেষকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:২৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬

গবেষণালব্ধ জ্ঞান দেশের উন্নয়ন কাজে লাগাতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ জ্ঞানের সাথে নৈতিক চেতনা উদ্বুদ্ধ হয়ে ইতিহাস ও সমকালীন ঘটনা সম্পর্কে গবেষকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জ্বালাও-পুড়াও ও মানুষ হত্যার রাজনীতি যেন না আসে। মেধাবী শিক্ষার্থী এবং গবেষকদের মাঝে বঙ্গবন্ধু ফেলোশিপ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ৯৬এর আওয়ামী লীগ আমলে মেধাবীদের উচ্চতর শিক্ষার জন্য বিদেশ পাঠানো বিএনপি জামায়াত ক্ষমতায় এসে বৃত্তি বন্ধ করায় অনেককেই ফিরে আসতে হয়েছিলো। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ফেলোশিপ ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষকদের মাঝে অনুদানের চেক প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রী ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শান্তিপুর্ণ দেশ নির্মাণে গবেষকদের হতে হবে ইতিহাস ও সমকালীন ঘটনা সচেতন। প্রধানমন্ত্রী বলেন , ৯৬এর আমলে বিদেশে অনেককে এমফিল, পিএইচডি ডিগ্রির জন্য বিদেশ পাঠানো হলেও বিএনপি জামায়াত এসে বৃত্তি বন্ধ করে দেয়। শিক্ষা, কৃষি, প্রযুক্তি খাতে উন্নয়নের কথা তুলে শেখ হাসিনা বলেন, তার প্রজন্ম যে কষ্ট করেছে, নতুন প্রজন্মের জন্য উন্নত এক দেশ রেখে যাওয়া হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি