ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোবাইল ফোনে কলের মাধ্যমে বৈদ্যুতিক সুইচ নিয়ন্ত্রণ করার যন্ত্র উদ্ভাবন

প্রকাশিত : ১৩:৫৭, ২২ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৫৭, ২২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

মোবাইল ফোনে কলের মাধ্যমে দূর থেকে বৈদ্যুতিক সুইচ নিয়ন্ত্রণ করার যন্ত্র উদ্ভাবন করে সাড়া ফেলেছেন জামালপুরের মেলান্দহের এক তরুণ। মাহফুজুর রহমান বুদু নামের ওই তরুণের তৈরি করা যন্ত্র দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে ফ্যান, ইলেকট্রিক বাতিসহ যেকোন ইলেকট্রিক যন্ত্রাংশ বন্ধ এবং চালু করা যায়। মাহফুজুর রহমান। দারিদ্রের কারণে পড়াশোনা খুব বেশিদূর এগোয়নি। তবে, নিজের মেধা আর অধ্যবসায় কাজে লাগিয়ে তৈরি করেছেন ‘মোবাইল বৈদ্যুতিক সুইচ কন্ট্রোল’ নামের এক যন্ত্র। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা মাহফুজ প্রায় ৩ বছর ধরে গবেষণা চালান, কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকে বসতবাড়ি, মিল কারখানা ও ইঞ্জিনচালিত মেশিনের বৈদ্যুতিক সুইচ নিয়ন্ত্রণ করা যায়। ধীরে ধীরে আসে সফলতা। এই যন্ত্রের কন্ট্রোল প্যানেলে একটি মোবাইল ফোন স্থাপন করেন তিনি। ওই মোবাইল ফোনে যেকোন মোবাইল থেকে কল করলে যে ভাইব্রেশনের সৃষ্টি হয়, তার মাধ্যমেই বৈদ্যুতিক সুইচ নিয়ন্ত্রণ করা যায়। এই যন্ত্র আবিস্কারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় মাহফুজের বাড়িতে। প্রথমদিকে এই যন্ত্র তৈরিতে ২০ হাজার টাকা খরচ হলেও এখন বাসাবাড়ির জন্য যন্ত্রটির দাম পড়বে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা। শিল্প কারখানার জন্য খরচ পড়বে ৫ থেকে ৬ হাজার টাকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি