ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

রাজশাহীতে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত : ১৩:৫৫, ২২ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৫৫, ২২ জুলাই ২০১৬

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী যুবক মারা গেছে। নিহতের নাম আবুল কালাম। ভোররাতে সাহেবপুর সীমান্তে তিনি গুলিবিদ্ধ হন বলে জানান গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ। নিহত আবুল কালামের বাড়ি গোদাগাড়ীর চর আষাড়াদহ ইউনিয়নের কানাইপাড়া গ্রামে। আবুল কালাম গরু ব্যবসায়ী বলে জানা গেছে। পুলিশ জানায়, আবুল কালামসহ আরো কয়েকজন গরু আনতে সাহেবপুর সীমান্তে যায়। অবৈধ পথে সীমান্ত অতিক্রমের সময় বিএসএফ গুলি ছুড়লে আবুল কালাম গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি