২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল
প্রকাশিত : ১৩:৫৩, ২২ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৫৩, ২২ জুলাই ২০১৬
নিখোঁজ থাকার প্রায় ২০ ঘণ্টার পর শিশু জুনায়েদ হোসেন সাব্বিরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুরে স্যুয়ারেজ লাইন থেকে ৪ বছরের শিশু সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়। একমাত্র ছেলে হারানোর বেদনায় বাবা-মায়ের আর্তনাদে ভারি হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ।
বৃহস্পতিবার বিকেলে মিরপুর কমার্স কলেজের পেছনে খেলতে গিয়ে নিখোঁজ হয় জুনায়েদ হোসেন সাব্বির। অনেক খোঁজাখুঁজি শেষে, রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয় সাব্বিরের স্বজনরা। ২০ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে মিরপুর ৬ নম্বর সড়কের স্যুয়াজের লাইন থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
প্রথম দফায় ভোর তিনটা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। দ্বিতীয় দফায় সকাল থেকে অভিযান চালিয়ে স্যুয়ারেজের লাইন থেকে উদ্ধার করা হয় সাব্বিরের মরদেহ।
একমাত্র ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন সাব্বিরের বাবা-মা।
পরে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
আরও পড়ুন