ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় নিহত জঙ্গি শফিকুল আস্তানা গড়ে তুলেছিলো আশুলিয়ায়

প্রকাশিত : ১৩:৩৯, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৩৯, ২৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত জঙ্গি শফিকুল রাজধানীর অদূরে আশুলিয়ায় গোপন আস্তানা গড়ে তুলেছিলো। সেখানকার ৩টি বাড়ি থেকেই জঙ্গি কার্যক্রম চালাতো সে। আর নিহত হওয়ার আগে পুলিশের চোখ ফাঁকি দিয়ে একবার পালিয়েও গিয়েছিলো দুর্ধর্ষ এই জঙ্গি। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত শফিকুল ইসলাম উজ্জল আশুলিয়ার ভাদাইল এলাকার এই বাসাতেই আস্তানা গেড়েছিলো। জেএমবির সামরিক কমান্ডার শফিকুলের সঙ্গে থাকতো আরেক জঙ্গি নূর মোহাম্মদ। গত জানুয়ারি মাসে এখানেই অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশি অভিযানে কৌশলি হলেও ভাদাইল এলাকা ছাড়েনি শফিকুল। এবার আরেক জঙ্গি স্থানীয় স্কুল শিক্ষক মিলনের বাড়িতে ঘাঁটি গাড়ে এই জঙ্গি। পাশাপাশি জেএমবি নেতা ইলিয়াসের বাড়িকেও আস্তানা বানায়। মিলনের মাধ্যমেই ২০১৪ সালে মাদারি মাতবর মেমোরিয়াল একাডেমিতে সহকারি শিক্ষক হিসেবে যোগ দেয় শফিকুল। আশ্রয়দাতা মিলনকে ১৬ জুলই গ্রেপ্তার করে পুলিশ। গত দু’ বছরে বছরে সাভার-আশুলিয়ায় একটি ব্যাংক ডাকাতি, বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র ও পুলিশের এক সদস্যকে হত্যাসহ ৪টি সামরিক অপারেশন চালায় জেএমবি। অনুসন্ধানে দেখা গেছে, জঙ্গি শফিকুল এ সময় আশুলিয়াতেই অবস্থান করতো। তাহলে কি শফিকুলই ওই চার হামলার নেতৃত্ব দিয়েছিলো -ঘুরেফিেের এ বিষয়টিই আলোচিত হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ’ ধরণের ঘটনার নিরবিচ্ছিন্ন তদন্ত হওয়া জরুরি। শুধু শফিকুলই নয়, জেএমবি জঙ্গিদের নাশকতার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি