ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আপনজন হারিয়ে বিচারও চাইতে পারি নি: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ২১ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:৩৫, ২১ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই আপনজন হারালে বিচার চাইতে পারে। কিন্তু আমি বাবা-মা-ভাই-ভাবী-স্বজন হারিয়েও বিচার চাইতে পারিনি। জিয়াউর রহমান কুখ্যাত ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে সেই পথ বন্ধ করে দিয়েছিলেন।

আজ শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড এবং সর্বশেষ ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সংবর্ধনা গ্রহণ করে শেখ হাসিনা বলেন, জাতির জনকের হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান আমাদেরকে দেশে আসার ভিসা দেন নি। খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরষ্কৃত করেছিল। তিনি বলেন, আওয়ামী লীগের মতো বড় সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করব সেটা ভাবিনি। এই দেশের মানুষ আমাদের নেতার আসনে বসিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাকে তারা উপভোগ করেছে। ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে দল গঠণ করেছেন। যারা ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করেছে তারা সম্পদশালী হয়েছে। দেশের মানুষ বঞ্চিতই থেকে গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি