ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মায়েদের অপারেশন বন্ধ, শিশুদের চিকিৎসা চলছে নার্স দিয়ে

প্রকাশিত : ১৩:২৯, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:২৯, ২৩ জুলাই ২০১৬

চিকিৎসকের অভাবে জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে গর্ভবতী মায়েদের অপারেশন। চেকআপ আর শিশুদের চিকিৎসা  চলছে নার্স দিয়ে। কল্যাণ কেন্দ্রের এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে  এখানে চিকিৎসা নিতে আসা গর্ভবতী মা ও শিশুরা। তবে এ সমস্যা দ্রুত নিরসন হচ্ছে এমন দাবি জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। জেলা শহরের ২০ শয্যার সরকারি এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক সময় প্রতিদিন ৪০ থেকে ৫০ জন গর্ভবতী মায়ের অপারেশন, ৭০ থেকে ৮০ জন গর্ভবতী মায়ের চেকআপ করা হতো। দেয়া হতো শিশুদের চিকিৎসা সেবাও। কিন্তু বছর দুয়েক আগে এ কল্যাণ কেন্দ্রের গাইনী ও এ্যানেস্থেসিয়া চিকিৎসককে বদলী করা হয়। এর পর থেকে এখন পর্যন্ত কোন চিকিৎসক নিয়োগ না দেয়ায় দারুনভাবে ব্যহত হচ্ছে সেবা। এসব  সমস্যার কথা অকপটে স্বীকার করলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার । তবে এ সমস্য সমাধানে দ্রুত উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেন পরিবার পরিকল্পনা  কর্মকর্তা। শুধু আশ্বাস নয়; জেলার গুরুত্বপূর্ণ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জরুরিভাবে চিকিৎসক নিয়োগ দিয়ে এলাকার হতদরিদ্রদের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি