ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০১৬ সালের একুশে পদক পাচ্ছেন ১৬জন

প্রকাশিত : ১৫:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৬ বিশিষ্টজন পাচ্ছেন ২০১৬ সালের একুশে পদক। সংস্কৃতি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ’কথা জানানো হয়েছে। তারা হলেন, ভাষা আন্দোলনে বিচারপতি কাজী এবাদুল হক, ডাক্তার সাঈদ হায়দার, মরহুম সৈয়দ গোলাম কিবরিয়া, ডক্টর জসীমউদ্দিন আহমেদ, শিল্পকলায় বেগম জাহানারা আহমেদ, পন্ডিত অমরেশ রায় চৌধুরী, বেগম শাহীন সামাদ, আমানুল হক ও মরহুম কাজী আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধে মফিদুল হক, সাংবাদিকতায় তোয়াব খান, গবেষণায় অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ ও মংছেন চীং মংছিন, ভাষা ও সাহিত্যে জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক ডক্টর হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি