ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মহাসড়ক-আবাসিক এলাকায় পশুর হাট নয়:স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ২২ জুলাই ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে  মহাসড়কে, রেললাইনের ওপরে এবং আবাসিক এলাকায় কোনও পশুর হাট বসতে দেওয়া হবে না।

রোববার(২২ জুলাই)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।

তিনি বলেন,‘রাজধানীতে গরুর হাট বসবে ২২টি।যদি পরবর্তীতে গরুর হাট বৃদ্ধি পায় তাহলে হবে সর্বোচ্চ ২৯টি।তবে মহাসড়ক এবং আবাসিক এলাকায় কোনও পশুর হাট বসবে না।রেললাইনের ওপরেও কোনও হাট বসতে পারবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২২শে আগস্ট চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আযহা পালিত হবে।এ উপলক্ষে প্রত্যেক গরুর হাটে পুলিশ ক্যাম্প এবং র‍্যাব ক্যাম্প থাকবে।হাটগুলো সিসিটিভির আওতায় থাকবে।যদি কেউ অনেক বেশি টাকা নিয়ে চলাচলে নিরাপদ বোধ না করেন সেজন্য হাটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর মানি স্কোয়াড টিম থাকবে।জাল টাকা শনাক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংক এবং ডিএমপি জাল নোট শনাক্তকরণের মেশিন বসাবে।’

তিনি আরও বলেন,‘এবার পশুর হাটের খাজনা মেইন গেইটে টাঙিয়ে রাখতে হবে।কারও কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করা যাবে না।গরুর হাটের সীমানার বাইরে কোনও হাট বসবে না।যানজট নিরসনে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।’ 

তিনি আরও বলেন, ঈদুল আযহার সময় যারা ঢাকা ছেড়ে যাবে তাদের জন্য বিভিন্ন স্ট্যান্ডে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। গার্মেন্টস শ্রমিকদের পাওনা যথাসময়ে মিটিয়ে দেওয়া হবে এবং প্রত্যেক শ্রমিককে পালা করে ছুটি দিতে দিবে।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘১৫ই আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বর, ৭টা ৩০মিনিটে বনানী এবং সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।

সারাদেশে কাঙ্গালি ভোজের আয়োজন করা হবে।এসব কিছু যেন সুন্দরভাবে হয় সেজন্য রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং রাজধানীর বাইরের কর্মসূচি চলাকালে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স)এবং পুলিশ ও অন্যান্য বাহিনী নিয়োজিত থাকবে।

 কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি