ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭:৩২, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৩২, ২৩ জুলাই ২০১৬

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারিদের জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম বারের মতো জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই। স্বৈর শাসন, দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের কারণে দেশ বার বার পিছিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রথম বারের মতো জনপ্রশাসন পদক-২০১৬ প্রদান অনুষ্ঠান। জাতীয় পর্যায়ে ১৩ জন ও মাঠ পর্যায়ে ১৭ জনকে পদক প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী তার ভাষণে স্বাধীনতা পূর্ব সময়ের বৈষম্য তুলে ধরেন। বাংলাদেশের মাটিতে কোনো প্রকার সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের স্থান নেই বলে কঠোর হুশিয়ারি দেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারিদের জিরো টলারেন্স দেখানোরও নির্দেশ দেন তিনি। অপার সম্ভাবনার বাংলাদেশ স্বৈরশাসকদের কারণে বার বার হোচট খেয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি