ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে নৌকা ডুবে ৪শিশু-সহ মৃত্যু ৯ জনের

প্রকাশিত : ১৭:৩০, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:১৫, ২৩ জুলাই ২০১৬

নরসিংদীর আড়িয়াল খাঁ নদে ইঞ্জিন চালিত নৌকা ডুবে ৪শিশু-সহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ থাকায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অর্ধ শতাধিক যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়ার পরপরই ডুবে যায় নৌকাটি। সকাল ১১টার দিকে নরসিংদীতে আড়িয়াল খাঁ নদের জংলি শিবপুর ঘাট থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়। যাত্রা শুরুর পরপরই যান্ত্রিক ত্র“টি দেখা দিলে ডুবে যায় নৌকাটি। সেসময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও ৫ জনের মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ৪ জন। অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, অতিরিক্ত যাত্রী বহনের কারনেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারকে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। তবে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স^জনরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি