ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

টিম কেইনকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেছেন হিলারি

প্রকাশিত : ১৭:২২, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:২২, ২৩ জুলাই ২০১৬

ভার্জিনিয়ার সাবেক গভর্ণর টিম কেইনকে ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। শুক্রবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ফাস্ট লেডি। এবিষয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা রয়েছে তার। ৫৮ বছর বয়সী মধ্যমপন্থী টিম কেইন হিস্পানিক গোষ্ঠি এবং সংখ্যালঘু ভোটারদের কাছে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। আর এ বিষয়টি আসন্ন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। টুইট বার্তায় হিলারির এই সিদ্ধান্ত গ্রহণ করে এক সাথে প্রচারণায় নামার আগ্রহের কথা জানিয়েছেন কেইন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি