ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৫৬৬ রান

প্রকাশিত : ১৭:১৩, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:১৩, ২৩ জুলাই ২০১৬

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে কোহলির ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৫৬৬ রান। নিজেদের প্রথম ইনিংসে কোহলি ও অশ্বিনের সেঞ্চুরিতে বিশাল রানের পাহাড় গড়ে ভারত। দ্বিতীয় দিনের বেলা শেষে ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে ৩১ রান নিয়ে সফরকারীদের চেয়ে আরও ৫৩৫ রান পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ৪২তম টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলি। এছাড়া, টেস্ট ক্রিকেটে নিজের তৃতীয় শতক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ১২টি চারে ১১৩ রান করে বিদায় নেন তিনি। আর, অমিত মিশ্র ৫৩ ও রিদ্ধমান শাহার ব্যাট থেকে আসে ৪০ রান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি