ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাভারে সুদের টাকার জন্য চা বিক্রেতাকে পিটিয়েছে পুলিশ

প্রকাশিত : ১৫:৫০, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৫০, ১০ ফেব্রুয়ারি ২০১৬

সুদের টাকা সময় মত পরিশোধ না করায় সাভারে বেলাল হোসেন নামে এক চা বিক্রেতাকে পিটিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে সাভারের গেন্ডা ছাপড়া মসজিদ এলাকায় এঘটনা ঘটে। আহত চা বিক্রেতা বেলাল হোসেন জানান গত কয়েক মাস আগে ডিএমপির পুলিশ কনস্টেবল মিজানুর রহমানের কাছে থেকে সাত হাজার টাকা সুদে নেন তিনি। আজ বুধবার সকালে মিজানুর তার কাছে টাকা চাইলে দিতে কয়েকদিন দেরি হবে জানালে তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার সহাকারী পুলিশ সুপার রাসেল শেখ জানান ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি