ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪

এখন বাজেটে দেওয়ার জন্য ভিক্ষা করতে হয় না: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২৪ জুলাই ২০১৮ | আপডেট: ১২:৪৭, ২৪ জুলাই ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তলাবিহীন দেশ থেকে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। বাংলাদেশকে বাজেট দিতে এখন আর মুখাপেক্ষী হতে হয় না। ভিক্ষা করতে হয় না।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছাড়ে তখন ২০০৫-০৬ অর্থবছরে বাজেট দিয়েছিল মাত্র ৬৩ হাজার কোটি টাকার। আর আমরা এবার বাজেটি দিয়েছি চার লাখ ৬৪ হাজার ৫৭৩ হাজার কোটি টাকার। আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি দিয়েছে ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকার। অথচ বিএনপি আমলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছিল মাত্র ২৪ হাজার ৫০০ কোটি টাকার। শুধু তাই নয় আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯০ ভাগ আসে স্বঅর্থায়নে।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি