ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তান ও বিএনপি নেতাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান ১৪ দলের

প্রকাশিত : ১৮:২৮, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:০০, ১০ ফেব্রুয়ারি ২০১৬

মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে পাকিস্তান ও বিএনপি নেতাদের ধৃষ্টান্তপূর্ণ আচরণের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছে ১৪ দল। বুধবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ১৪দলের এক যৌথ সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম একথা জানান। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের  ষড়যন্ত্রমূলক আচরণ ও তার সঙ্গে তাল মিলিয়ে শহীদদের নিয়ে বেগম খালেদা জিয়ার কটুক্তির প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারি রাজধানীতে মানব বন্ধন করার ঘোষনা দিয়েছে চৌদ্দ দল। গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ১৪টি পয়েন্টে এ মানব বন্ধন সফল করতে সবার প্রতি আহবান জানান ১৪দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি