ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সিলেট সিটি নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ২৬ জুলাই ২০১৮

অভিযোগ পাল্টা অভিযোগে সিলেট সিটি নির্বাচন উত্তেজনা ছড়াচ্ছে। এরই মধ্যে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। বিএনপির অভিযোগ, নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে আইন-শৃংখলা বাহিনী ও নির্বাচন কমিশন রয়েছে কঠোর অবস্থানে।

এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিলেট সিটিতে নির্বাচন হতে যাচ্ছে। নগরবাসী অপেক্ষায় আছে পছন্দের প্রতীকে ভোট দিতে। কিন্তু এরই মধ্যে উত্তপ্ত নির্বাচনী মাঠ।

কঠোর হয়েছে নির্বাচন কমিশন। এরিমধ্যে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত।

পুলিশ বলছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের চাহিদা মতো আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে প্রযোজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি