ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সেল্টিককে ৬-৫ গোলে হারিয়ে জয় পেয়েছে লিস্টার সিটি

প্রকাশিত : ১৫:৫২, ২৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৫২, ২৪ জুলাই ২০১৬

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ ফুটবলে টাইব্রেকারে সেল্টিককে ৬-৫ গোলে হারিয়ে জয় পেয়েছে লিস্টার সিটি। সেল্টিক পার্কে ম্যাচের প্রথমে এগিয়ে যায় লিস্টার সিটি। ৪৬ মিনিটে গোলটি করেন ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। এগিয়ে থেকে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ৫৯ মিনিটে ডিফেন্ডার ও’কোলেন গোল করে সেল্টিককে সমতায় ফেরান। নির্ধারিত সময় পর্যন্ত ১-১ ব্যবধানে থাকলে  খেলা গড়ায় টাইব্রেকারে। আর পেনাল্টি থেকে সেল্টিকের ফরোয়ার্ড জেমস ফরেস্টের গোল রুখে দিয়ে ম্যাচ জয়ের নায়ক হন লিস্টারের গোলরক্ষক ক্যাম্পার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি