ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৪ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়েছে ভারত

প্রকাশিত : ১৪:৩৮, ২৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৩৮, ২৫ জুলাই ২০১৬

এন্টিগুয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৪ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। ব্যাট-বলে অশ্বিনের অসাধারণ পারফরমেন্সে স্বাগতিকদের ইনিংস ও ৯২ রানে হারায় তারা। ভিভ রিচার্ড স্টেডিয়ামে ৩২৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে সনেমে অশ্বিণের ঘুর্ণি যাদুতে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৬১ রানে ৭ উইকেট নিয়ে প্রায় একাই ধ্বসিয়ে দেন স্বাগতিকদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩১ রানে গুটিয়ে যায় তারা। আর প্রথম ইনিংসে ২৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরআগে অধিনায়ক বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি ও অশ্বিণের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। সেঞ্চুরি ও ৭ উইকেটের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ হন রবিচন্দ্র অশ্বিণ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি