ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জঙ্গি হামলায় ব্যবহার হওয়া অস্ত্রের উৎস শনাক্ত

প্রকাশিত : ১৫:১৯, ২৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:১৯, ২৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় ব্যবহার হওয়া কিছু অস্ত্রের উৎস শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। আর তরুণদের যারা জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে তারাও চিহ্নিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান আইজিপি। সোমবার সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে মাস্টার্স কোর্স উদ্বোধন শেষে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, পুলিশের আইজি। গুলশান হামলা মামলার তদন্তে পরিকল্পনাকারীদের নাম বেরিয়ে এসেছে আর তাদের খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। আইজিপি বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। এই চক্র চিহ্নিত হয়েছে বলেও জানান তিনি। দেশকে পিছিয়ে দেয়ার যে কোন ষড়যন্ত্র নস্যাৎ করতে আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন পুলিশের আইজি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি