ঢাকা, বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানকে ৩৩০ রানে হারিয়ে ৪ ম্যাচ টেস্ট সিরিজে সমতা আনলো ইংল্যান্ড

প্রকাশিত : ০৯:০১, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:০৭, ২৬ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ওল্ড ট্রেফোর্ড টেস্টে পাকিস্তানকে ৩৩০ রানে হারিয়ে ৪ ম্যাচ টেস্ট সিরিজে ১-১ এ সমতা আনলো ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৫৬৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২৩৪ রানেই গুটিয়ে যায় মেজবাহ বাহিনী। ফলে ৩৩০ রানের বড় ব্যবধানে হারে তারা। এরআগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৮৯ রানের জবাবে ১৯৮ রানে অল আউট হয়ে ফলোঅনে পরে পাকিস্তান। কিন্তু পাকিস্তানকে ব্যাট করতে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৭৩ রান তুলে ৫৬৪ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি