ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জাপানে প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ছুরিকাঘাতে নিহত অন্তত ১৯ জন

প্রকাশিত : ০৯:৩৬, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:৪১, ২৬ জুলাই ২০১৬

জাপানের সাগামিহারা শহরে একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ছুরিকাঘাতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪৬ জন। ঘটনার পর পুলিশের কাছে আত্মসমর্পন করে হামলাকারী। জিজ্ঞাসাবাদে জানান, পৃথিবী থেকে প্রতিবন্ধি মানুষদের নিশ্চিহ্ন করে দিতেই এ হামলা চালিয়েছেন। টোকিও থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমের শহর সাগামিহারা। স্থানীয় সময় মঙ্গলবার শেষ রাতে এই শহরের তসুকুই ইয়ামাইয়ুরি গার্ডেন ফ্যাসিলিটি নামে প্রতিবন্ধীদের আবাসিক সেবাকেন্দ্র হঠাৎ করেই ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ঘটনাস্থলে নিহত হয় কমপক্ষে ১৯ জন। আহত হয়েছে আরো ৪৬ জন। এরমধ্যে ২০ জনের অবস্থা আশংকাজনক। ঘটনার পর পরই পুলিশের কাছে আত্মসমর্পণ করে ২৬ বছর বয়সী ইমাতসু নামে ওই হামলাকারী। ওই সেবাকেন্দ্রের সাবেক কর্মী ছিলেন তিনি। পুলিশকে জানান, প্রতিবন্ধী মানুষদের নিশ্চিহ্ন করে দিতে এই হামলা চালিয়েছেন তিনি। তবে হামলার কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।। সাম্প্রতিক সময়ে জাপানে হত্যাকাণ্ডের সবচেয়ে বড় ঘটনা এটি। এরআগে ২০০৮ সালে টোকিওর একটি বাজারে ছুরিকাঘাতে সাতজন নিহত হয়েছিল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি