ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সাবেক ক্রিকেটার, জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খানের জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:২২, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:২২, ১০ ফেব্রুয়ারি ২০১৬

আতহার আলী খান। বাংলাদেশের সাবেক ক্রিকেটার। বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার তিনি। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুরন্ত রাজশাহী দলের প্রধান কোচ হিসেবেও কাজ করছেন আতহার। ১৯৬২ সালে আজকের এই দিনে  ঢাকায় জন্মগ্রহন করেন তিনি। দর্শক চলুন আজ আতহার আলী খানের ৫৪তম জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম আতার আলী খান। তবে, সবার কাছে আতহার নামেই বেশি পরিচিত এই বাংলাদেশী অলরাউন্ডার। খুব কম সময়ে ক্রিকেটে অসাধারণ দক্ষতা দেখিয়ে জয় করেছেন দর্শকদের মন। ১৯৮৪ সালে প্রথম সাউথ ইস্ট এশিয়ান কাপে বাংলাদেশী টাইগার। এক বছর পর ঢাকায় তিন দিনের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন তিনি। ১৯৮৪-৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের হয়ে ১৫৫ রান করে রেগর্ড গড়েন তিনি। ১৯৮৮ সালে ঢাকায় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাউথ এশিয়া কাপে বাংলাদেশের সেরা খেলোয়াড় হিসেবে খ্যাতি লাভ করেন তিনি। ১৯৯০ সালে কলকাতার ইডেন গার্ডেনে পঞ্চাশ হাজার দর্শকের সামনে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত অবস্থায় ৭৮ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওয়ানডে ক্যারিয়ারে গড়ে রান ২৯ দশমিক ৫৫ রান। ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে আকরাম খানের সাথে ১১০ রানের জুটি গড়েন আর পাকিস্তানের বিপক্ষেই ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ৮২ রান করেন তিনি। আতার আলী ১৯টি ম্যাচে বল হাতে উইকেট পেয়েছেন ৬টি। আতহাার আলী খান দ্বিতীয় সাউথ ইস্ট এশিয়া কাপে হং কংয়ের বিপক্ষে লিগ ম্যাচে অপারাজিত থেকে রান করেন ৯২। আর ফাইনাল ম্যাচে ৬৪ রান করে ম্যাট সেরা পুরষ্কার জিতেন তিনি। আতার আলী খেরা থেকে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গে এখনো কাজ করে যাচ্ছেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি