ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বরিশালের প্রেসক্লাবের সভাপতি হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড

প্রকাশিত : ১৪:২৩, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:২৩, ২৬ জুলাই ২০১৬

বরিশালের মুলাদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনির রাঢ়ী হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন একজন। আসামীদের উপস্থিতিতে বরিশাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক সুদীপ্ত রায় এ মামলার রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন আলাউদ্দিন রাঢ়ী ও তার ছোট ছেলে রাসেল রাঢ়ী। মামলায় বিবরণে বলা হয়, ২০১১ সালের ২২ ডিসেম্বর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের সময় বাঁধা দিয়েছিলেন মনির রাঢ়ী। এসময় প্রতিপক্ষ আলাউদ্দিন রাঢ়ী ও তার ছেলেরা তাকে কুপিয়ে আহত করে। পরে বরিশাল থেকে উন্নত চিকিৎসার  জন্যে ঢাকায় নেয়ার পথে মারা যান মনির রাঢ়ী ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি