ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রিও অলিম্পিকের আবাসন নিয়ে অস্ট্রেলিয়ার পর অভিযোগ করলো সুইডেন ও পর্তুগাল

প্রকাশিত : ১৬:০১, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:০১, ২৬ জুলাই ২০১৬

রিও অলিম্পিকের আবাসন নিয়ে সন্তুষ্ট নয় ক্রীড়াবিদরা। পানি ও বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা নিয়ে অস্ট্রেলিয়ার পর এবার অভিযোগ করলো সুইডেন ও পর্তুগাল। ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া রিও অলিম্পিকে অংশ নেয়া ক্রীড়াবিদদের জন্য অলিম্পিক ভিলেজ সোমবার খুলে দেয়া হয়। অস্ট্রেলিয়ার অভিযোগের পর আবাসন স্থলগুলো পরিদর্শন করে আয়োজকরা। এরপরও বিদ্যুৎ, পানির সমস্যা সমাধান হয়নি। এতে অসন্তোস প্রকাশ করেছে পর্তুগালের ক্রীড়াবিদ জোসে কোস্টা এবং সুইডেনের কোচ ও ক্রীড়াবিদরা। আগামী দুই একদিনের মধ্যে সব ধরনের সমস্যার সমাধানের প্রতিশ্র“তি দিয়েছে আয়োজক কমিটি । এদিকে অলিম্পিকে অংশ নিতে জার্মানি, জাপান ও থাইল্যান্ডের ক্রীড়াবিদরা ইতিমধ্যে রিওতে এসে পৌছেছে ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি