বিজনেস প্রসেস আউটসোর্সিং খাত থেকে ১ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যে করছে সরকার
প্রকাশিত : ১৯:৫৮, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৫৮, ২৬ জুলাই ২০১৬
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ২০২১ সালের মধ্যে বিজনেস প্রসেস আউটসোর্সিং খাত থেকে এক বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যে কাজ করছে সরকার ।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিজনেস প্রসেস আউটসোর্সিং সামিট ২০১৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন । এসময় তিনি বলেন, স্থানীয় বাজার সম্প্রসারণ এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব হবে। ” স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক ব্যবসা ” স্লোগান নিয়ে আগামী ২৮ ও ২৯শে জুলাই দেশে দি¦তীয় বারের মতন অনুষ্টিত হতে যাচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং, বিপিও সামিট-২০১৬ ।
আরও পড়ুন