গুলশান হামলায় নিহত জঙ্গির সহযোগি আশুলিয়া থেকে আটক
প্রকাশিত : ১৯:৫৬, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৫৬, ২৬ জুলাই ২০১৬
গুলশান হামলায় নিহত জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বলের ঘনিষ্ট সহযোগি আমিরুল ইসলামকে আশুলিয়ার জামগড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। আমিরুলের কাছ থেকে শফিকুল ও অন্য সহযোগিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা করছে পুলিশ। এছাড়া, মানিকগঞ্জ ও পাবনা থেকে জঙ্গিসন্দেহে ৮ জনসহ, দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে আরো বেশ কয়েকজনকে।
গুলশানে নিহত জঙ্গি শফিকুল ইসলাম ওরফে উজ্জলের চাকুরিদাতা মিলনকে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছিল। তার দেয়া তথ্যে আশুলিয়ায় অভিযান চালায় পুলিশ। জামগড়ার একটি বাড়ী থেকে শফিকুলের ঘনিষ্ট সহযোগি আমিরুলকে আটক করে তারা।
পুলিশ বলছে, আমিরুল জামগড়ায় বিভিন্ন কিন্ডার গার্টেনে শিক্ষকতা করে, গোপনে জঙ্গি কর্মকাণ্ডে সমন্বয় করে আসছিল।
পাবনার বেড়া উপজেলার চরাঞ্চল থেকে জঙ্গি সন্দেহে ৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। চর সাফুল্লা, পূর্ব শ্রীকন্ঠদিয়া ও চর নাগদা থেকে আলম, শরিফ, মানিক ও সুলতান নামের এ চারজনকে আটক করা হয়।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি, বাঘুটিয়া, জিয়নপুর ও বাঁচামরা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চল থেকে জঙ্গি সন্দেহে ৪ জনকে আটক করেছে গোয়েন্দারা।
এছাড়া, সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৫২ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন