ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে শিশু সাগর বর্মন হত্যার আসামী সোহেল আটক

প্রকাশিত : ১৯:৫৫, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৫৫, ২৬ জুলাই ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু সাগর বর্মন হত্যার এজাহারভুক্ত আসামী সৈয়দ আজহার ইমাম সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাইনম্যান সোহাগ হোসেন হৃদয়কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। গ্রেফতার সোহেল জোবেদা টেক্সটাইল এন্ড স্পিনিং মিলের সিনিয়র উৎপাদন অফিসার। এদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মিলের চেয়ারম্যান ও এমডি’র বিরুদ্ধে মামলা করেছেন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক জামিউল আলম কুরশি। অন্যদিকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা। সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি