ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তথ্যপ্রযুক্তির ব্যবহারে ঘুষ বন্ধ করা যায়: মুহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ৩১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তথ্য প্রযুক্তির বিকাশ মানব সভ্যতাকে এগিয়ে দিয়েছে। আগে আমাদের মধ্যে ঘুষ-টুস খাওয়ার প্রবণতা ছিল। তথ্য প্রযুক্তির ব্যবহার করলে ঘুষ বন্ধ করা যায়। আমাদের এখানে সেটি বন্ধ হয়েছে।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মহাকাশ গবেষণা, মহাকাশে যাওয়া একসময় ছিল কল্পনা বিলাস। আজ মহাকাশ আর কল্পনা বিলাস নয়। সেখানে যাওয়া যাচ্ছে। সম্ভবত দ্রুত সেখানে সবাই যেতে পারবে। তবে চার্জ হয়তো একটু বেশি লাগবে।

অর্থমন্ত্রী বলেন, আমরা মহাকাশ জয় করেছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট আজ আকাশে। নিজের অভিজ্ঞতা শেয়ার করে অর্থমন্ত্রী বলেন, ১৯৫৭ সালে আমি যখন  অক্সফোর্ডে পড়তে যাই। তখন এক বিকেলে আমার আবাসস্থলের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে কল্পনাবিলাসে ভেসে উঠলাম। মনে হলো মহাকাশ অজেয়। ওই সময় স্পুটনিক মহাকাশে গেলো। এর পর থেকে মনে হলো মহাকাশ অছোয়া অধরা থাকবে না।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি