ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কেনিয়ান ক্রিকেটার কলিন্স ওবুইয়ার জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:৫৩, ২৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৫৩, ২৭ জুলাই ২০১৬

কলিন্স ওবুইয়া কেনিয়ান ক্রিকেটার। ডান হাতি অল-রাউন্ডার।  ১৯৮১ সালের ২৭ই জুলাই জন্মগ্রহন করেন ওবুইয়া। পুরো নাম কলিন্স ওমন্দি ওবুইয়া। তবে, সবার কাছে কলিন্স ওবুইয়া নামেই পরিচিত এই আফ্রিকান ক্রিকেটার। সফলতায় সমৃদ্ধ ওবুইয়ার ক্রিকেট ক্যারিয়ারের শুরু হয় কেনিয়ার স্থানীয় ক্লাবগুলোর মাধ্যমে। অল্প বয়সেই বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পান। এরপর আর পেছন ফিরতে হয়নি এই ডানহাতি ক্রিকেটারকে। কেনিয়ার মত দেশে প্রতিকূল পরিস্থিতিতে নিজ দক্ষতায় সৃষ্টি করেছেন বহু ভক্ত-সমর্থক। নিজ দেশের ক্লাব ছাড়াও খেলেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেট দল ওয়ারউইকশায়ারে। তবে, শুরুটা এত মসৃন ছিলনা। কারন কেনিয়াতে ক্রিকেট ততটা জনপ্রিয় খেলা নয়। এরপরও এই খেলার প্রতি ভালবাসায় আর পিছুট হটেন নি। তাইতো চেষ্টা করছেনে নিজের পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করতে। প্রথম শ্রেনীর ক্রিকেটে কলিন্স ওবুইয়ার চার হাজারেরও বেশী রান রয়েছে। ক্লাব পর্যায়ের পাশপাশি জাতীয় দলেও সমান তালে খেলেছেন এ কলিন্স ওবুইয়া। ২০০১ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ম্যাছে অভিষেক হয় তার। ১০৪টি একদিনের ম্যাচে দুই হাজারের বেশী রান করেছেন তিনি। ১১টি হাফ সেঞ্চুরী রয়েছে তাঁর। সর্বোচ্চ রান ৯৮। এছাড়া এক দিনের ম্যাচে ৩৫টি উইকেট রয়েছে নিজের ঝুলিতে। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে অভিষেক হয়। এরই মধ্যে পাঁচ শতাধিক রান আর ১১টি উইকেট রয়েছে শর্ট ভার্সনের ক্রিকেটে। বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে না থাকলেও কেনিয়ার ক্রিকেটের সাথে জড়িত থাকতে চান আরো অনেক দিন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি