ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জে মোবাইল ফোন চুরির অভিযোগে ৩ শিশুকে নির্যাতন

প্রকাশিত : ১৯:৪৪, ২৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৪৪, ২৭ জুলাই ২০১৬

হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগে ৩ শিশুকে নির্যাতন করা হয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার সকালে ৩ শিশুকে আটক করেন শাহ আলম। এসময় তিনি ওই কলোনির একটি ঘর থেকে চুরির অপরাধে তাদেরকে বেঁধে মারধোর শুরু করেন। আশপাশের লোকজন শিশুদের চিৎকারে ভিড় জমালেও কেউ কোন প্রতিবাদ করেনি। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অভিভাবকদের জিম্মায় শিশুদের ছেড়ে দেয়া হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি