ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জঙ্গিগোষ্ঠী আইএস-এর উত্থানের হুমকি মোকাবেলার কৌশল নির্ধারনে আলোচনায় বসছে বাংলাদেশ ও ভারত

প্রকাশিত : ১৩:০৭, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:০৭, ২৮ জুলাই ২০১৬

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস-এর উত্থানের হুমকি মোকাবেলার কৌশল নির্ধারনে আজ আলোচনায় বসছে দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত। নয়াদিল্লীতে শুরু হতে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের চতুর্থ বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলা ও তা মোকাবেলার বিষয় নিয়ে আলোচনা হবে । ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়সহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বার্তা সংস্থা পিটিআই জানায়, আইএস ও সন্ত্রাস দমনে পারস্পরিক সহযোগীতা দ্বিপাক্ষিক বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে সাক্ষাত করেন। আজ দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য আইজিপি শহীদুল হক বুধবার ভারতের জাতীয় তদন্ত সংস্থার সদর দফতর পরিদর্শন করেন। বাংলাদেশের পক্ষ থেকে ১০ অপরাধীর একটি তালিকাও ভারতের হাতে দেয়া হয়েছে বলে জানা গেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি