ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ উন্নয়নশীল হলে ইইউ ভুক্ত দেশগুলোতে জিএসপি প্লাস সুবিধা পাওয়া যাবে- বাণিজ্য মন্ত্রী

প্রকাশিত : ১৯:২০, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:২০, ১০ ফেব্রুয়ারি ২০১৬

২০২১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হলে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে জিএসপি প্লাস সুবিধা পাওয়া যাবে বলে জানান বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে সচিবালয়ে ইইউ পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। সে সময় তিনি আরো বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিজনেস কাউন্সিলও গঠন করা হচ্ছে। সে সময় বাংলাদেশের উন্নয়নের ভূয়সি প্রসংসা করেন প্রতিনিধি দলের প্রধান জেন ল্যাম্বার্ট। বাণিজ্য মন্ত্রনালয়ে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যসহ অন্যান্য অফিসিয়ালদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। সে সময় তিনি বলেন ইউরোপে ব্যাসা বাণিজ্য প্রসারের লক্ষে ইউ’র সঙ্গে  বিজনেস কাউন্সিলও গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নিত হলে ইউতে জিএসপি প্লাস সুবিধা পাওয়া যাবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন পোশাক খাত পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে ইউরেপিয় ইউনিয়নের প্রতিনিধি দল। ইইউ প্রতিনিধি দলের নেতা জিন ল্যামবার্ড ঢাকা সফরকে ইতিবাচক আখ্যায়িত করে বলেন, এ দেশের উন্নয়ন তারা খুব কাছ থেকে দেখেছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধির কথাও জানা তিনি। এর আগে প্রতিনিধি দলটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি