ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে বিভিন্ন পয়েন্টে ঝিনুকের দোকান গড়ে উঠায় লোকসানের মুখে পুরাতন ঝিনুক মার্কেট

প্রকাশিত : ১৩:৩৮, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৩৮, ২৮ জুলাই ২০১৬

কক্সবাজার শহরের লাবনী পয়েন্টসহ সমুদ্র পাড়ের বিভিন্ন পয়েন্টে ঝিনুকের দোকান গড়ে উঠায় লোকসানের মুখে পুরাতন ঝিনুক মার্কেট। এক সময়ের ব্যস্ত মার্কেট এখন ক্রেতাশূণ্য। অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। কক্সবাজার সদর, মহেশখালী, টেকনাফ, সোনাদিয়া, সেন্টমার্টিন এলাকায় বালুতটে জমে থাকে অগনিত শামুক ঝিনুক। সেখান থেকে উন্নতমানেরগুলো বাছাই করে কারিগররা তৈরি করেন মালা, চুড়ি, খোঁপার কাটা, ঝাড়বাতি, দরজা জানালার পর্দাসহ দৃষ্টিনন্দন বিভিন্ন সৌখিন সামগ্রী। আর এসব সামগ্রী নজর কাড়ে দেশ বিদেশের পর্যটকদের। শহরের জেলে পার্ক ময়দানের পূর্বপাশে ২০-২৫টি দোকান নিয়ে গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। একসময়ে ওই মার্কেটে প্রতিদিন ঝিনুক সামগ্রী বিক্রি হতো লাখ লাখ টাকার। দেশী-বিদেশী ক্রেতাদের ভিড় লেগেই থাকতো। কিন্তু, এখন সেই জৌলুস আর নেই। প্রায় ক্রেতাশূণ্য ঝিনুক মার্কেট। ব্যবসার মন্দার কারণ হিসেবে লাবনী পয়েন্টসহ বিভিন্নস্থানে ঝিনুকের দোকান গড়ে উঠাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। এ অবস্থার অবসান ঘটাতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি