ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে সিলেটে ৩১ ও নড়াইল পৌর ছাত্রশিবিরের সভাপতিকে আটক

প্রকাশিত : ১৯:২৯, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:২৯, ২৮ জুলাই ২০১৬

জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে সিলেট থেকে ৩১ জনকে আটক করেছে পুলিশ। নড়াইল পৌর ছাত্রশিবিরের সভাপতিকে আটক করা হয়েছে। সিলেটের জকিগঞ্জে জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ২২ জন নাশকতা মামলার আসামী। অপর ৯ জনকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে। ৮টি দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ জিহাদি বই জব্দ করা হয়েছে। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একটি ছাত্রী নিবাস থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার আটক ৩ ছাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নড়াইল শহরের মহিষখোলা থেকে পৌর ছাত্রশিবিরের সভাপতি আব্বাস শেখকে ছয়টি ককটেল, ৫০টি সিডি ও জিহাদী বইসহ আটক করেছে পুলিশ
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি