ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে নির্মিত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মান কাজ ২০১৯ সালের মধ্যে শেষ হবে- সড়ক ও সেতুমন্ত্রী

প্রকাশিত : ১৮:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীতে নির্মিত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মান কাজ ২০১৯ সালের মধ্যে শেষ হবে বলে জানিয়েছন, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় এলিভেটেড এক্সপ্রেস ওয়ের চলমান নির্মান কাজে সন্তোষ জানিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। পরে রাজধানীতে ফিটনেস বিহীন গাড়ি ধরতে ঝটিকা অভিযান চালান মন্ত্রী। ঢকার যানজট কমাতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে নির্মাণ কাজ শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেস। বিমান বন্দর থেকে ২০ কিলোমিটার দৈর্ঘ এই সড়ক নির্মাণে ব্যায় ধরা হয়েছে ৮ হাজার ৯শ' কোটি টাকা। আর দুই ধাপে  নির্মিত এই সড়ক রাজধানীর বিমানবন্দর থেকে মগবাজার এবং মগবাজার থেকে যাত্রাবাড়ির কুতুবখালিতে গিয়ে শেষ হবে। বুধাবার সকালে এটির নির্মাণ কাজ পরিদর্শনের যান যোগযোগ ও সেতুমন্ত্রী। ২০২০ সাল নাগাদ এর কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজের গতি দ্রুত হওয়ার এক বছর আগেই শেষ হবে বলে, আশা করছেন, তিনি। এ এক্সপ্রেস ওয়ে নির্মিত হলে রাজধানীর যানজন অনেকাংশে কমে যাবে বলেও জানান সড়ক ও সেতুমন্ত্রী। পরে ফিটনেস বিহীন বেশ কয়েকটি বাসে অভিযান চালান তিনি। কুড়িল ফ্লাইওভারের নীচে বাসের কাগজপত্র ও ভাড়ার চাট আছে কীনা তা চেক করেন মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি