ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নিত্যপণ্যের বাজারে বন্যার প্রভাব, পর্যাপ্ত সরবরাহ না থাকায় বেড়েছে সবজির দাম

প্রকাশিত : ১৮:৩৫, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ৩০ জুলাই ২০১৬

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাব পড়েছে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে। পর্যাপ্ত পণ্য সরবরাহ না থাকায় কাঁচা বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম। তবে কমেছে মাছ, মাংসের দাম বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউড়ি ও রেয়াজ উদ্দীন বাজারসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে গত এক সপ্তাহের তুলনায় বেড়েছে সব ধরণের সবজির দাম। প্রায় সব সবজিই কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ১২০ টাকা পর্যন্ত। বেড়েছে চালের দামও। তবে স্থিতিশীল আছে পেঁয়াজ, আদা, রসুন, তেল, ডালসহ ভোগ্যপণ্যের দাম। বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত ও বন্যায় সবজি সরবরাহ কম বলেই দাম কিছুটা বেশি। এদিকে বন্যার প্রভাবে কাাঁচাবাজারে দাম বাড়লেও কমেছে মাছ, মাংসের দাম। ফার্মের মুরগি প্রতি কেজি ১৪০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়, দেশি মুরগির দাম ৩৮০ টাকা থেকে কমে ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে গরুর মাংসের দামও। সরবরাহ থাকায় কমেছে সাগরের মাছের দাম। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার দাবি ক্রেতাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি