ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পার্বত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২:১০, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:১২, ১০ ফেব্রুয়ারি ২০১৬

পার্বত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। বিভিন্ন সময়ে নাশকতার মামলায় জামিনপ্রাপ্ত আসামীরা সরকারের নজরদারিতে রয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন। প্রধানমন্ত্রী আরো বলেন, পদ্মাসেতু প্রকল্প নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, প্রচলিত আইনে তাদেরও বিচার হবে। pmজাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদের এক প্রশ্নের জবাবে পদ্মাসেতু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্বব্যাংক দুর্নীতির যে অভিযোগ করেছিল, তা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আর ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিলো তাদেরও আইনের আওতায় আনা হবে। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সংসদে জানান, নাশকতায় মামলায় জড়িতরা যাতে আবারো অপতৎপরতা চালাতে না পরে, সেজন্য সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদস্যদের অপরাধের সব অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী পার্বত্য শান্তিচুক্তি নিয়েও প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, চুক্তির যেসব ধারা বাস্তবায়ন হয়নি, তাও শিগগিরই বাস্তাবায়ন করা হবে। পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটকরা যাতে তা উপভোগ করতে পারে সেজন্য রাস্ত নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি