ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বার্সেলোনা, চেলসি ও রিয়াল মাদ্রিদসহ জায়ান্টরা মাঠে নামছে আজ

প্রকাশিত : ১৯:২৮, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:২৮, ৩০ জুলাই ২০১৬

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ ফুটবলে আজ মাঠে নামছে বার্সেলোনা, চেলসি ও রিয়াল মাদ্রিদসহ জায়ান্টরা। আয়ারল্যান্ডের ডাবলিনে সেল্টিকের বিপক্ষে লড়বে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। রিও অলিম্পিক গেমসের জন্য এই ম্যাচে থাকছেন না ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার ও রাফিনহা। আর যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ সময় রাত ১টায় চেলসির প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। গেলো ম্যাচে পিএসজির সঙ্গে ৩-১ গোলে হেরে ছন্দহারা রিয়াল, এবার ব্লুজদের হারিয়ে ঘুরে দাঁড়াতে চায়। তবে, ইনজুরির কারণে এ ম্যাচে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমাকে দলে পাচ্ছেন না কোচ জিনেদিন জিদান। এছাড়া, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায়, বাংলাদেশ সময় রাত ৩টায় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ইন্টার মিলান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি