ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

২০১৪ সালে যারা নির্বাচনে অংশ নেয়নি তারাই এখন জঙ্গি তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বানিজ্য মন্ত্রী

প্রকাশিত : ২১:৫১, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ২১:৫১, ৩০ জুলাই ২০১৬

২০১৪ সালে যারা নির্বাচনে অংশ নেয়নি, পনের সালে যারা আগুন সন্ত্রাস করেছ তারাই এখন জঙ্গি তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বাংলাদেশ নিট ওয়্যার ম্যানুফ্যাচার এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন-বিকেএমইএর নিজস্ব কমপ্লেক্স নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মন্ত্রী। পরে তিনি মৃত শ্রমিক পরিবারের সদস্যদের কাছে বিমার চেক তুলে দেন। বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ এ কে এম শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মতলুব আহমদ ও বিকেএমইএর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি