ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে দুর্বৃত্তের হামলায় বৃদ্ধা নিহত

প্রকাশিত : ২১:৪৮, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ২১:৪৮, ৩০ জুলাই ২০১৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাতাল গ্রামে বাড়িতে ঢুকে আঙ্গুরা বেওয়া নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, রাতে আঙ্গুরা তার নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। সকালে স্থানীয়রা বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। গভীর রাতে সেখানেই তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে আঙ্গুরা একাই থাকতেন বলেও জানায় পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি