ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পালিত হতে যাচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ

প্রকাশিত : ১১:০৭, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১১:০৭, ৩১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

শিশুর সুস্থ্যভাবে বেড়ে উঠার জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই। এই প্রেক্ষাপটেই শিশুকে মায়ের দুধ খাওয়ানো টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি-শ্লোগান নিয়ে পালিত হতে যাচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। শিশু এবং মায়ের স্বাস্থ্য রক্ষায় শিশুকে বুকের দুধ পান করানোর উপকারিতার প্রচার-প্রচারনা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভুমিষ্ট হবার পর একটি শিশুর আত্মচিৎকার থেমে যায় মায়ের দুধ পান করে। শুধু তাই নয় ৬ মাস পর্যন্তই এটিই হয় শিশুর একমাত্র খাবার, যা তাকে বাঁচিয়ে রাখে। সদ্য জন্ম নেয়া এক নবজাতকের মা রোকেয়া বেগম, মায়ের দুধের উপকারীতা সম্পর্কে আগে জানতেন না তেমন কিছু, কিন্তু এখন তিনি অনেকটাই সচেতন। বিশেষজ্ঞ ও চিকিৎসকরা জানান, শিশুর বেঁচে থাকা, স্বাস্থ্য, পুষ্টি ও উন্নয়নে যে প্রয়োজনীয়, ভিটামিন- খনিজ দরকার প্রথম ৬ মাস তার সবটুকুই পূরন করে মায়ের দুধ। বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে ও ডেটা ম্যানেজম্যান্টের তথ্যমতে, দেশে ৬ মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ানোর হার ১৯৯৮ সালে দেশে ৬ মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ানোর হার..........৪৪% ২০০৭ সালে দেশে ৬ মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ানোর হার........৪৩% ২০১১ দেশে ৬ মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ানোর হার............৬৪% ও ২০১৪ দেশে ৬ মাস পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ানোর হার..........৫৫% এবং সর্বশেষ ২০১৬ সালে জরিপ করা, অপ্রকাশিত তথ্যমতে এই হার ৮২.৯ % এর হার শতভাগ বাড়াতে বেসরকারীখাতে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস কার্যকর করা, অফিস-আদালত, শপিংমলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপনের ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্য কর্মকর্তারা। এদিকে সরকারি আইনে মায়ের দুধের বিকল্প ও শিশুখাদ্যের প্রচার-প্রদর্শন অপরাধযোগ্য হলেও হরহামেশাই এসব বিকল্পখাদ্যের বাণিজ্যিকিকরন চলছে। শিশু পুষ্টি রক্ষায় এর বিরুদ্ধে কঠোর হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শিশুকে বুকের দুধ খাওয়ালে মায়ের ক্যান্সার রোধ ও স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সন্তানের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়, তাই এ ব্যাপারে সবাইকে সচেতন হবার পরামর্শ সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি