ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জঙ্গি তৎপরাতর অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থার ঘোষনা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

প্রকাশিত : ১৫:৪৭, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৪৭, ৩১ জুলাই ২০১৬

কোন বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জঙ্গি তৎপরাতর অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রোববার দুপুরে কমিশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। গুলশান ও শোলাকিয়াসহ সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়ে ইউজিসি’র অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কাল বেলা ১১টায় দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীদের বাড়ী ভাড়া দেয়া হচ্ছে না এমন অভিযোগ অনাকাঙ্খিত বলেও এ সময় মন্তব্য করেন ইউজিসি’র চেয়ারম্যান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি