ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জকোভিচ

প্রকাশিত : ১৫:৩৮, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৩৮, ৩১ জুলাই ২০১৬

রজার্স কাপ টেনিসের ফাইনাল নিশ্চিত করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। শীর্ষে উঠার লড়াইয়ে জাইল মনফিলসকে হারিয়ে ফাইনালে উঠেন সার্বিয়ান তারকা জকোভিচ। মনফিলসের বিপক্ষে জয় পেয়েছেন ২-০ ব্যবধানে। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় কানাডার আভিভা সেন্টারে জমে উঠে ম্যাচ। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে এগিয়ে যান ২৯ বছর বয়সী জকোভিচ। পিছিয়ে থেকে দ্বিতীয় সেটের শুরুতে প্রতিদ্বন্দ্বী খেলা গড়ে তোললেও শেষ পর্যন্ত আর পেরে উঠেন নি ফ্রান্স তারকা মনফিলস। দ্বিতীয় সেটে ৬-২ ব্যবধানে জয় নিয়ে নিয়ে ফাইনালে উঠেন ১২ গ্র্যান্ড স্লাম জয়ী জকোভিচ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি