ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

উদ্যোক্ততা হিসেবে তরুণদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজন করেছে ইয়ূথ ফেস্ট ২০১৬

প্রকাশিত : ২২:২৩, ১০ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:২৩, ১০ ফেব্রুয়ারি ২০১৬

festবৈশ্বিক বাজারে দেশীয় উদ্যোক্ততা হিসেবে তরুণদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজন করেছে বাংলাদেশ ইয়ূথ ফেস্ট ২০১৬। বুধবার, রাজধানীর একটি হোটেলে, ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় শুরু হয় এ উৎসব। এ আয়োজনের এবারের স্লোগান- রূপান্তরের জন্য জ্ঞান। আয়োজকরা জানান, উৎসবে দেশের সাতটি বিভাগে ধারাবাহিকভাবে আঞ্চলিক প্রতিযোগিতা, সিরিজ বক্তৃতা, নলেজ সেশন এবং সেরা বিজনেস ও ডেভেলপমেন্ট প্র্যাকটিসের শোকেসসহ নানা আয়োজন থাকবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজনের বিজয়ীরা যোগ দিতে পারবে দক্ষিন এশিয়ার বৃহত্তম ব্যবসায়ী সম্মেলন স্পাইক এশিয়াতে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি