ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের মধ্যে ফেরত পাচ্ছে ১৫ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৫:৩২, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৩২, ৩১ জুলাই ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের মধ্যে ক্যাসিনো অপারেটর কিম অং-এর দেয়া ১৫ মিলিয়ন ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ফিলিপাইনের আইন অনুযায়ি কিমের ফেরত দেয়া অর্থের মালিকানার জন্য আর কোনো পক্ষ কাগজপত্র দাখিল না করায় বাংলাদেশ এ অর্থ ফেরত পাচ্ছে। আগামী ১৫ আগস্টের মধ্যে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে অর্থ ফেরত যাচ্ছে বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। সম্প্রতি দেশটির একটি দৈনিককে তিনি জানান, চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলারের পুরোটা উদ্ধার করা না গেলেও, মানি চেঞ্জার প্রতিষ্ঠান ফিলরেমের কাছ থেকে আরো ১৭ মিলিয়ন ডলার উদ্ধার সম্ভব বলে জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি