ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

অনাস্থা ভোটে পদ হারালেন তিউনিশিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:৪০, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৪০, ৩১ জুলাই ২০১৬

মাত্র ১৮ মাস ক্ষমতায় থাকার পর সংসদ সদস্যদের অনাস্থা ভোটে পদ হারালেন তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ। প্রধানমন্ত্রীর পক্ষে মাত্র ৩ আর বিপক্ষে ১৮৮ ভোট পড়েছে। গেল মাসে রাষ্ট্রপতি ইসেবসি জাতীয় ঐক্য সরকারের ডাক দিলে ভীত অনেকটাই নড়বড়ে হয়ে যায় প্রধানমন্ত্রীর। অর্থনৈতিক সংস্কার এবং জনগনের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ ছিল প্রধানমন্ত্রী বিরুদ্ধে। তিউনিশিয়ার গণতান্ত্রিক আন্দোলন দিয়েই মূলত ২০১১ সালে আরব বসন্ত শুরু হয়। কিন্তু বর্তমানে দেশটির অর্থনীতিতে স্থবিরতা চলছে। সেখানে এক তৃতীয়াংশেরও বেশী যুবক-যুবতী বেকার। পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন সে বিষয়ে সোমবার সংসদে অধিবেশন হওয়ার কথা রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি