ঢাকা, রবিবার   ১৭ নভেম্বর ২০২৪

সুখী ও পরিবেশ বান্ধব সবুজ দেশের তালিকায় বাংলাদেশ ৮ম

প্রকাশিত : ১৯:২৯, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ২০:০১, ১ আগস্ট ২০১৬

সুখী ও পরিবেশ বান্ধব সবুজ দেশের তালিকায় বিশ্বের ১৪০টি দেশের মধ্যে অষ্টম বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে।  যুক্তরাজ্যভিত্তিক সংগঠন নিউ ইকোনমিকস ফাউন্ডেশনের ‘হ্যাপি প্ল্যানেট ইনডেক্স ২০১৬’তে উঠে এসেছে এ তথ্য। এছাড়া গেল ২৫ বছরে মানব উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি ও শিশুদের স্কুলে সময় ব্যয় তুলনামূলক কয়েকগুন বেড়েছে বলেও উঠে এসেছে জরিপে। হাসি-আনন্দ আর সবুজের সৌন্দর্য ছড়িয়ে আছে পুরো বাংলাদেশ জুড়ে। এবার সেই সুখী বাংলাদেশের ছবি, তালিকাবদ্ধ করলো যুক্তরাজ্যভিত্তিক সংগঠন নিউ ইকোনমিকস ফাউন্ডেশন। হ্যাপি প্ল্যানেট ইনডেক্স-২০১৬  নামে প্রকাশিত তালিকায় বিশ্বের সব বড় বড় ধনী দেশগুলোকে ছাড়িয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ভূমি এই দেশ। পরিবেশের প্রতি মানুষের ভালোবাসাও তাই বেশি। মানুষের সচেতনতা আর সরকারি-বেসরকারি উদ্যোগের ফলও দেখা গেছে এই তালিকায়। পরিবেশের সবচেয়ে কম ক্ষতি করেছে এই দেশের মানুষ। আর এ কারনেই মূলত সুখী ও সবুজ দেশের তালিকায় উপরের দিকে এসেছে বাংলাদেশের নাম। ইনডেক্স বলছে , শুধু পরিবেশভাবেই নয়, গেল ২৫ বছরে মানব উন্নয়নেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশে। ২০১৪ সালে নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থানের দিক থেকেও বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে ছিল বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা কোনো দেশের জন্য একে বড় উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এছাড়া শিশুদের স্কুলে সময় ব্যয়ের গড়ও বেড়েছে প্রায় ১০ বছর। নাগরিকদের সন্তুষ্টি ও গড় আয়ুর সূচকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে থাকলেও কাছাকাছি মাথাপিছু আয়ের দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। স্বল্প সম্পদ নিয়ে এ অর্জনকে অনেক বড় মনে করা হচ্ছে। জরিপে সবচেয়ে উপরের অবস্থানে রয়েছে কোস্টারিকা। আর সবার নিচে আফ্রিকার দেশ শাদ। নাগরিকদের সন্তুষ্টি, গড় আয়ু, পরিবেশের ওপর প্রভাব ও বৈষম্য- এই চারটি বিষয় বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে এই তালিকা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি