ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ধর্মীয় উগ্রবাদীরা হামলা চালাতে আগস্ট মাসকে বেছে নিতে পারে আশংকা করেছেন ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৯:২৭, ৩১ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:২৭, ৩১ জুলাই ২০১৬

ধর্মীয় উগ্রবাদীরা দেশের বিভিন্ন স্থানে হামলা চালাতে আগস্ট মাসকে বেছে নিতে পারে বলে আশংকা করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন। সেসময় তিনি আরো বলেন, উগ্র জঙ্গিবাদ নিয়ে সরকার উদ্বিগ্ন তবে শংকিত নয়। এ কারণে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ নিরসনের জন্য যার যার এলাকায় স্থানীয় সংসদ সদস্যদের জনগণকে সাথে নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি