ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, শিক্ষার্থীদের হল ত্যাগ

প্রকাশিত : ১২:৪৩, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:৪৫, ১ আগস্ট ২০১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আইনুল হক জানান, গত রাতে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলনের সময়  বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত ৭ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সাইফুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতেই মারা যায় সে। এরি প্রেক্ষিতে সকালে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেয়া হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি